রাজনীতি

শেরপুরে জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন আজ

দীর্ঘ পাঁচ বছর পর আজ ৪ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন। শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার এমপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিলেও জেলা জাসদের নেতৃত্বে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। কাউন্সিলে দু’একটি পদে নতুন মুখ ছাড়া বর্তমান কমিটির নেতৃবৃন্দই বহাল থাকতে পারেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন আভাসই মিলেছে। তবে কেউ কেউ আবার বলছেন, শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের চমক থাকতে পারে।দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনে জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, নাজমুল হক প্রধান এমপি, লুৎফা তাহের এমপি, সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কৃষিবিদ মো. আব্দুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুকছেদুর রহমান লবু। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মো. মোশাররফ হোসেন বলেন, বিকাল ৩ টায় চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে। রাতে পৌর টাউন হল অডিটরিয়ামে দ্বিতীয় অধিবেশনে বা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিলের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে। তিনি বলেন, জেলা জাসদের সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন উপজেলা, শহর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠনের পর জেলার সম্মেলন হচ্ছে। আশা করছি সম্মেলনের প্রথম অধিবেশনে প্রায় ১০/১২ হাজার নেতাকর্মীর সমাবেশ ঘটবে। জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, ২০১০ সালের নভেম্বর মাসে শেরপুর জেলা জাসদের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবার সম্মেলনের মধ্য দিয়ে দলে নতুন নেতৃত্ব সৃষ্টি এবং তারুণ্যের সমাবেশ ঘটবে বলে আশা করছি।  তবে দলের একাধিক সূত্র জানিয়েছে, সম্মেলন হলেও গুটিকয়েক নিষ্ক্রিয় সম্পাদকী ও কার্যনির্বাহী সদস্য পদে পরিবর্তন ছাড়া এবারও আগের কমিটিই বহাল থাকতে পারে। তবে বর্তমান সভাপতি লিটন এবং সাধারণ সম্পাদক মুকছেদুর রহমান পৃথক প্যানেল দিতে পারেন বলে নেতাকর্মীদের মধ্যে এমন গুঞ্জনও রয়েছে। হাকিম বাবুল/এসএস/আরআইপি

Advertisement