ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে। ৪২ দিন পর ১০ হাজারেরও নিচে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ হাজার ৪২৪ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৮০১ জনে।
Advertisement
সংক্রমণের হার কমলেও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার ছিল ১৫.৫৯ শতাংশ। মঙ্গলবার রাজ্যে ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগের দিন সোমবার ১৩১ জনের মৃত্যু হয়েছিল।
গত ২০ এপ্রিল শেষ নয় হাজারের ঘরে ছিল দৈনিক সংক্রমণ। এরপর করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যায়। এর ফলে ৪২ দিন পর জুন মাসের শুরুর দিনে সেই সংখ্যা সাড়ে ৯ হাজারের কাছাকাছি এসে ঠেকেছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৫ হাজার ৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৭২২ জন। ফলে রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে— ৭৮ হাজার ৬১৩ জনে। তবে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা দেয়ার হার বেড়েছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী এ পর্যন্ত টিকা দেয়া হয়েছে তিন লাখ পাঁচ হাজার ৯৩৫টি।
Advertisement
রাজ্যের অন্যতম সংক্রমিত জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ধীরে ধীরে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় এক হাজার ৩২ জন আক্রান্ত হয়েছেন। ওই সময়ে উত্তর ২৪ পরগনায় দুই হাজার ২৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৭৫৫ জন, হাওড়ায় ৬৬১ জন, হুগলিতে ৪৪৮ জন, পূর্ব মেদিনীপুরে ৪৭৪ জন, দার্জিলিংয়ে ৪৪৬ জন ও জলপাইগুড়িতে ৪৫১ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ৩৫ জন মারা যান। এর পাশাপাশি কলকাতায় ৩২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: আনন্দবাজার
এআরএ/জেআইএম
Advertisement