জয়পুরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১ জুন) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসব কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।
প্রতীকী ক্লাসে শিক্ষক হিসেবে ছিলেন আমদই ইউনাইটেড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক উৎপল দেবনাথ ও শিক্ষাবিদ ওবায়দুল্লাহ মূসা। এ সময় দেশের সমসমায়িক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিও জানান।
এর আগে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত রহমানের সভাপতিত্বে মানববন্ধনে কলেজ শিক্ষার্থী রাশেদ ইসলাম, সাইফুল ইসলাম, নাজমুল হোসেন, রিফাত আমিন রিয়ন, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী রেহেনা পারভিন খুশি, মঙ্গলবাড়ী এম এম কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
Advertisement
সোহান কাদিরের সঞ্চালনায় মানববন্ধনে মানবন্ধনে শিক্ষার্থীরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলাসহ সাধারণ শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার দাবি জানান।
রাশেদুজ্জামান/আরএইচ/এমকেএইচ