মোংলায় নতুন করে আরও ৩৩ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে গত কয়েক দিনের চেয়ে আক্রান্তের হার ১৮ শতাংশ কমে এখন ৫৬ শতাংশে দাঁড়িয়েছে।
Advertisement
মঙ্গলবার (১ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. জীবিতেষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে ৫৯ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৩ জন পজিটিভ পাওয়া যায়।
তিনি আরও বলেন, গত ২০ এপ্রিল থেকে মোংলায় র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে করোনার পরীক্ষা শুরু হয়েছে। গত ২৯ মে পর্যন্ত এক মাস ৯ দিনে ১৮২ জনের পরীক্ষার পর ৮৯ জন পজিটিভ পাওয়া যায়। পরীক্ষণ বিবেচনায় যা শতকরা আক্রান্তের হার ৭৩.৮০ ভাগ।
Advertisement
তবে মঙ্গলবার ৫৯ জনের পরীক্ষায় ৩৩ জন পজিটিভ হয়। এতে পরীক্ষণ বিবেচনায় আক্রান্তের হার প্রায় ৫৬ ভাগ। যা আগের দিনের তুলনায় ১৮ ভাগ কম।
এদিকে করোনা প্রতিরোধে রোববার (৩০ মে) থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ তৃতীয় দিনের মতো চলছে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, নতুন করে করোনায় আক্রান্ত ৩৩ জনের বাড়ি দ্রুত লকডাউন করা হবে।
এরশাদ হোসেন রনি/এএইচ/এমকেএইচ
Advertisement