দেশজুড়ে

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর সহায়তা অব্যাহত

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

Advertisement

মঙ্গলবার (১ জুন) মোংলার কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট-এর তত্ত্বাবধানে খুলনার ডাংমারী, পিরোজপুরের মাঝারের চর, চরখালী ও মঠবাড়িয়া এলাকায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

গত ৩১ মে বরগুনার বেতাগী ও ফুলঝুড়ি এবং বাগেরহাটের মোংলা, জয়মনি ও রামপাল এলাকায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া কক্সবাজারের নুনিয়াছড়া, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, নাজিরারটেক ও ইনানী বিচ এলাকার ৬ নম্বর ওয়ার্ড জেলেপাড়ার ৫০০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।

Advertisement

উল্লেখ্য, খাদ্যসহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

এমইউ/বিএ/এমকেএইচ