বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি বর্তমান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হবেন।
Advertisement
মঙ্গলবার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ আব্দুল হান্নানকে আগামী তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ১২ জুন এয়ার ভাইস মার্শাল পদে পদোন্নতি প্রদান করে ওই দিন থেকে তিন বছরের জন্য এ পদোন্নতি কার্যকর হবে।
এর আগে ২০১৮ সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। ওই বছরের ১২ জুন থেকে তার নিয়োগ কার্যকর হয়।
Advertisement
এমইউ/ইএ/এমকেএইচ