ক্যাম্পাস

এক বছর পূর্ণ হলো চবির করোনা শনাক্তকরণ ল্যাবের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীব বিজ্ঞান অনুষদে প্রতিষ্ঠিত কেরোনা শনাক্তকরণ ল্যাবের এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের এদিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Advertisement

মঙ্গলবার (১ জুন) দুপুরে বর্ষপূর্তি উপলক্ষে চবি উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চবি উপাচার্য ও কাভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতার।

সভায় চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য বলেন, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকেই চবি জীব বিজ্ঞান অনুষদে প্রতিষ্ঠিত কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাব গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

Advertisement

উপাচার্য আরও বলেন, শত প্রতিকূলতার মধ্যেও চবি প্রশাসন এ ল্যাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারসহ এ অঞ্চলের সবার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। বর্তমানেও চবিতে কোভিড-১৯ শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতের জীবানুঘটিত যে কোনো দুর্যোগকালীন জাতীয় দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনের জন্য ল্যাবটি প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সভায় কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের সদস্য-সচিব চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের ইনচার্জ ও চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ল্যাবের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, ড. মোহাম্মদ ওমর ফারুক, ড. এইচ এম আবদুল্লাহ আল মাসুদ, ড. লায়লা খালেদা (আঁখি) ও এমফিল রিসার্সার অমিত দত্ত বক্তব্য রাখেন।

রোকনুজ্জামান/আরএইচ/এমকেএইচ

Advertisement