দেশজুড়ে

রংপুরে তুলা কারখানায় অগ্নিকাণ্ড

রংপুরে একটি তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৫টার দিকে শহরের আলমনগর এলাকার রেলস্টেশন সংলগ্ন জাহাঙ্গীর হোসেনের তুলার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দল কাদের জিলানী জাগো নিউজকে বলেন, কাপড়ের ঝুট থেকে তুলা তৈরির সময় মিলের মেশিন থেকে স্ফুলিং ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মিল মালিক জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায়  কারখানায় রাখা তুলাসহ মেশিন পুড়ে যাওয়ায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, এর আগেও ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবাসিক এলাকায় এ ধরনের মিল স্থাপন না করার জন্য জাহাঙ্গীর হোসেনকে অনুরোধ জানালেও তিনি তা কর্ণপাত করেননি। ফলে যে কোনো মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকাবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। জিতু কবীর/এসএস/আরআইপি

Advertisement