১১১২ খ্রিস্টাব্দের এই দিনে ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়ামের মৃত্যু।১৭৯১খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনের ‘দি অবজার্ভার’ প্রথম প্রকাশিত হয়।১৭৯৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়।১৮২১ খ্রিস্টাব্দের এই দিনে রুশ কবি নিকোলাই নেক্রাসভের জন্ম।১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান কবি রাইনার মারিয়া রিলকের জন্ম।১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে কবি ও সমালোক স্যার হার্বাট রিডের জন্ম।১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে সেচ ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত হয়।১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে ইয়েলৎসিনের অনুগত ট্যাংক ও সাঁজোয়া বাহিনী ১০ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘর্ষের পার্লামেন্ট ভবন দখল করে নেয় এবং ১০০০ বিদ্রোহীকে গ্রেফতার করে।এইচআর/আরআইপি
Advertisement