জাতীয়

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা

শীতের শুরুতে পৌর নির্বাচন সারাদেশে ছড়িয়েছে উত্তাপ। শুরু হয়েছে উৎসবের আমেজ। মনোনয়নপত্র জমার শেষদিন মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা শান্তিপূর্ণভাবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালযে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের দেয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্ব স্ব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।নৌকা আর ধানের শীষের মিছিলে অংশ নিয়ে প্রার্থীর সমর্থকরা স্লোগান দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন। এছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দেশের কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।নিচে জাগো নিউজের বিভাগীয় শহরগুলোর নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য-উপাত্ত তুলে ধরা হলো :ঢাকা বিভাগঢাকা বিভাগের ১৭ জেলার ৬৫টি পৌর নির্বাচনে মেয়র পদে ৩০২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও। ঢাকা জেলার দুইটি পৌরসভায় মেয়র পদে ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ চার মেয়র প্রার্থী। এছাড়া মহিলা কাউন্সিলর ১৫ এবং সাধারণ কাউন্সিলর পদে ৭১ জন। অন্যদিকে, ভোটার তালিকা ক্রটির অভিযোগে এক রিটে গতকাল বুধবার মানিকগঞ্জ সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ এবং কাউন্সিলর পদে ৬১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন জানান, ২০০০ সালের ২৮ নভেম্বর শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। এবার হবে এ পৌরসভার তৃতীয় নির্বাচন।ময়মনসিংহ : ৯টি পৌরসভায় মেয়র পদে ৪৬ জন, কাউন্সিলর পদে ৩৩৯ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১১১ জনসহ ৪৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের দুইটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৮৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ মনোনয়নপত্র দাখিল করেছেন। সোনারগাঁ পৌরসভার নির্বাচনে রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।টাঙ্গাইল : টাঙ্গাইলের আটটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৩ জন মেয়র, কাউন্সিলর পদে ৬৮ জন ও মহিলা কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।মাদারীপুর : মাদারীপুরের ৩টি পৌরসভায় মেয়র পদে ৯, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৭, কাউন্সিলর পদে ৯৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।জামালপুর : জামালপুরের ৬টি পৌরসভায় মেয়র পদে ২৩ জন, কাউন্সিলর পদে ৩০০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মুন্সিগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মুন্সিগঞ্জ পৌরসভায় ছয়জন ও মীরকাদিম পৌরসভায় ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।গোপালগঞ্জ : গোপালগঞ্জে দুটি পৌরসভায় মেয়র পদে ৬, কাউন্সিলর-৬৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৩ জন  প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন।শেরপুর : শেরপুরের চার পৌরসভায় মেয়র পদে ২২ প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। কাউন্সিলর ১১২ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩১ জন।কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ৭টি পৌরসভায় মেয়র পদে ৩০ জন, সাধারণ আসনের কান্সিলর পদে ৩২১ জন এবং সংরক্ষিত নারী আসনে ৮২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।নরসিংদী : নরসিংদীর ৩টি পৌরসভায় মেয়র পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ১২৭ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।শরীয়তপুর : শরীয়তপুর জেলার পাঁচটি পৌরসভা নির্বাচনে ৩৫ জন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৯১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।নেত্রকোনা : নেত্রকোনার ৫টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ১৮ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। রাজবাড়ী : রাজবাড়ীর তিনটি পৌরসভায় মেয়র পদে ১৭ জন, মহিলা কাউন্সিলর পদে ৩১ জন ও ওয়ার্ড কাউন্সিলর পদে ১১২ জন প্রার্থী আনন্দঘন পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে।ফরিদপুর : ফরিদপুরে দুইটি পৌরসভায় মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। বোয়ালমারী পৌরসভায় সরকার দলীয় প্রার্থী মো. শাহজাহান মিরদাহ পিকুল এবং বিএনপি সমর্থিত আব্দুস শুকুর ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোজাফফর হোসেন বাবু মিয়া, যুবলীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটন মনোনয়নপত্র জমা দেন।এছাড়াও জামায়াত সমর্থিত নিয়ামুল হাসান মেয়র পদে তার মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে, নগরকান্দা পৌরসভায় সরকারী দলের প্রার্থী মো. রায়হান মাস্টার এবং বিএনপির সমর্থিত সাইফুর রহমান মুকুল তাদের মনোনয়ন পত্র জমা দেন। চট্টগ্রাম বিভাগবিভাগের ৩৭টি পৌরসভায় ১৮৩ জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। চট্টগ্রামের ১০টি পৌরসভায় মেয়র পদে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সঙ্গে সাধারণ কাউন্সিলর পদে ৩৮৭ ও সংরক্ষিত আসনে ৮৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ৫৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী রয়েছেন।কুমিল্লা : কুমিল্লার ৬টি পৌরসভায় ৩৮ জন মেয়র, সংরক্ষিত ওয়ার্ডে ৫০ জন ও সাধারণ ওয়ার্ডে ২৬০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পৌরসভা গুলোতে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপিতে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি।চাঁদপুর : চাঁদপুরের ৫টি পৌরসভায় ২৫ জন মেয়র প্রার্থী, ২৪২ জন সাধারণ কাউন্সিলর ও ৫৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেছেন।ফেনী : ফেনীর তিন পৌরসভার (ফেনী, পরশুরাম, দাগনভূঁঞা) মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীসহ প্রায় অর্ধশতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।নোয়াখালী : নোয়াখালীর চারটি পৌরসভার মেয়র পদে ২৪, সংরক্ষিত ৪৪ ও সাধারণ কাউন্সিলর পদে ১৬৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের (রায়পুর, রামগঞ্জ ও রামগতি) তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া তিনটি পৌরসভায় কাউন্সিলর পদে ১৫৫ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে এক উপজাতীয় নারীসহ ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।বান্দরবান : বান্দরবানের দুই পৌরসভায় ৮৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। বান্দরবান সদরে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর ৩০ জন ও সংরক্ষিত নারী আসনে ৮ কাউন্সিলর এবং লামা পৌরসভায় মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ২৯ জন ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।রাঙ্গামাটি : রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮, সংরক্ষিত মহিলা ৭ ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।বরিশাল বিভাগবরিশাল বিভাগের ৬ জেলার ২৫টি পৌরসভার মধ্যে ১৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভাগুলোতে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮১ প্রার্থী। পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৫৮৪ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর শাহজাহান জানান, উৎসব মুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।খুলনা বিভাগখুলনার বিভাগের ১০টি জেলায় ৩০টি পৌরসভায় ১৫৩ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।খুলনা : জেলার চালনা ও পাইকগাছা পৌরসভা মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ এবং কাউন্সিলর পদে ৬৯ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।বাগেরহাট : বাগেরহাটের দুটি পৌরসভায় মেয়র পদে ৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এই দুটি পৌরসভায় কাউন্সিলর পদে ৮১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস সন্ধায় এতথ্য নিশ্চিত করেছেন।যশোর : ৬টি পৌরসভায় মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পৌরসভায় মোট ৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।সাতক্ষীরা : সাতক্ষীরার দুই পৌরসভায় মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৬৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।কুষ্টিয়া : কুষ্টিয়ার ৫টি পৌরসভায় মেয়র পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। পাশাপাশি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৩ এবং সাধারণ কাউন্সিলর পদে ২৭৪ জন মনোনয়নপত্র দিয়েছেন।মাগুরা : মাগুরার একমাত্র পৌরসভায় মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৭০ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার ৪ পৌর সভায় চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী তাদেও মনোনয়ন পত্র রিটানিং অফিসারের কাছে দাখিল করেছেন।ঝিনাইদহ : ঝিনাইদহের ৪টি পৌরসভায় শেষ দিনে বিভিন্ন দলের ১৯ মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মেহেরপুর : জেলার দুইটি পৌরসভায় মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে ৪১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। কাউন্সিলরদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১০ জন মহিলা। অপরদিকে, সীমানা-সংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এবার মেহেরপুর পৌরসভার তফসিল ঘোষণা করা হয়নি।নড়াইল : নড়াইলের দুটি পৌরসভায় (নড়াইল ও কালিয়া) মেয়র পদে ১৭ জন, কাউন্সিলর পদে ৭৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।রংপুর বিভাগরংপুর বিভাগের আট জেলায় মেয়র পদে ১২৮, কাউন্সিলর ৮৫৬ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৭১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।মনোনায়নপত্র জমা দানের সংখ্যারংপুর জেলার ১টি পৌরসভায় মেয়র ৬, কাউন্সিলর ৩১, সংরক্ষিত মহিলা ১৫। দিনাজপুর জেলার ৫টি পৌরসভায় : মেয়র    ৩৩, কাউন্সিলর ২২৩, সংরক্ষিত মহিলা ৬৫। লালমনিরহাট জেলার ২ টি পৌরসভায় : মেয়র ১০, কাউন্সিলর ৮৬, সংরক্ষিত ২৪। নীলফামারী জেলার ২টি পৌরসভায় : মেয়র ১৪, কাউন্সিলর ১২০, সংরক্ষিত ৩৬।পঞ্চগড় জেলার ১টি পৌরসভায় : মেয়র ৪ জন, কাউন্সিলর ৩৬ জন, সংরক্ষিত ১৪ জন। কুড়িগ্রাম জেলার ৩টি পৌরসভায় : মেয়র ১৯ জন, কাউন্সিলর ১৪৬ জন, সংরক্ষিত ৪৬ জন। ঠাকুরগাঁও জেলার ৩টি পৌরসভায় মেয়র : ১৭ জন, ২টির কাউন্সিলর ৭৩ ও সংরক্ষিত ২১।গাইবান্ধার তিনটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন পৌরসভায় মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে গাইবান্ধা পৌরসভায় ৮ জন, সুন্দরগঞ্জ পৌরসভায় ৯ জন ও গোবিন্দগঞ্জ পৌরসভায় ৮ জন প্রার্থী স্ব স্ব কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।এছাড়া গাইবান্ধা পৌরসভায় কাউন্সিলর পদে ৭৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর ২১ জন, সুন্দরগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে ৩০ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর ১৩ জন এবং গোবিন্দগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।রাজশাহী বিভাগরাজশাহী বিভাগের আট জেলার ৪৯ পৌরসভায় মেয়র পদে ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৬০ পৌর সভার মধ্যে বিভিন্ন পৌরসভায় বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।দুই দলেরই রয়েছে বিদ্রোহী প্রার্থী। এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। আবার অনেকে স্বতন্ত্র থেকে মেয়র পদে লড়ার জন্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার রাতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন স্ব স্ব জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।রাজশাহী নির্বাচন অফিস সূত্র জানায়, রাজশাহী জেলার ১৩ পৌরসভায় ৭৫ প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছেন ২০ জন। নওগাঁর দুই পৌরসভায়র মেয়র পদে আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নাটোরে ছয় পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছেন ২৮জন।জয়পুরহাটে তিন পৌরসভায় ২২ জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। সিরাজগঞ্জে ছয় পৌরসভায় মেয়র প্রার্থী ২৬ জন, বগুড়ায় নয় পৌর সভায় প্রার্থী ৩৫ জন ও পাবনায় সাত পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছেন ৩৫ জন।সিলেট বিভাগসিলেট বিভাগের  চার জেলার ১৬টি পৌরসভায় মেয়র পদে ৮২ জন ও কাউন্সিলর পদে ৭৫২ জনসহ মোট ৮৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলগুলোর মনোনীত, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে সমর্থকদের নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালযে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এর মধ্যে সিলেটের তিন পৌরসভায় মেয়র পদে ২৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮ এবং সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ২৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। তিনটি পদে মোট ১৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।সুনামগঞ্জের চারটি পৌরসভায় ২০৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৪ জন।মৌলভীবাজার জেলার চারটি পৌরসভায় ২০ জন প্রার্থী মেয়র পদে এবং সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে দেড় শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।হবিগঞ্জের পাঁচ পৌরসভায় মেয়র পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ২১৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)।দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। উল্লেখ্য, আদালতের আদেশে অন্তত তিনটি পৌরসভায় নির্বাচন স্থগিত থাকতে পারে।এসএইচএস/এইচ/এআরএ/বিএ

Advertisement