ক্যাম্পাস

হল-ক্যাম্পাস খোলার দাবিতে ফের রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

Advertisement

এর আগে গত রোববার (৩০ মে) একই দাবি নিয়ে নীলক্ষেত মোড়ে মানববন্ধন করেছিলেন তারা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আজ নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা থাকলেও আবহাওয়াজনিত কারণে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানান উপস্থিত শিক্ষার্থীরা।

দেশের গার্মেন্টস কারখানা থেকে শুরু করে কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, শপিংমল সবকিছু খোলা থাকলেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ এমন প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত অনেক পরিবারের সন্তানরা আজ দিশেহারা হয়ে গেছে। তাদের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘দাবি মোদের একটাই হল-ক্যাম্পাস খোলা চাই’, ‘হল খোলার সংগ্রাম, চলছে চলবেই’, ‘ক্যাম্পাস খোলার সংগ্রাম, চলছে চলবেই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

Advertisement

নাহিদ হাসান/এমআরআর/জিকেএস