সিলেটে এক কিশোরকে অপহরণ করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েছেন কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য। সোমবার (৩১ মে) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার নবাগি গ্রামের লোকজন বাড়িতে ডাকাত পড়েছে সন্দেহে তাদেরকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
Advertisement
ওইদিন রাতেই থানায় বৈঠক করে বিষয়টির সমঝোতা করেন কিশোরদের অভিভাবকরা। পরে আটকদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৬ কিশোরকে থানায় নিয়ে আসার পর উভয় পক্ষের লোকজনদের মধ্যে বৈঠক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বিষয়টি সুরাহা হওয়ায় আটক কিশোরদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
Advertisement
পুলিশ সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে কামালবাজারের নবাগি গ্রামের তাইম নামের এক কিশোরের সঙ্গে আটকদের বিরোধ দেখা দেয়। এরপর উভয় পক্ষের মধ্যে মোবাইলে কথা-কাটাকাটি হয়। সেই বিরোধের জেরে সোমবার তাইমকে অপহরণের চেষ্টা চালানো হয়।
কিশোর-তরুণদের একটি দল তাইমদের বাড়িতে যায়। এসময় ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে স্থানীয়রা তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশের একটি দল তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ছামির মাহমুদ/এসআর/জেআইএম
Advertisement