দেশজুড়ে

নওগাঁয় চার্চ অব বাংলাদেশ মিশনে আগুন

নওগাঁয় চার্চ অব বাংলাদেশ মিশনের একটি কক্ষে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরে থাকা কাঠসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে বা নাশকতা কি-না সে বিষয়ে কিছুই বলতে পারেনি মিশন কর্তৃপক্ষ। এ ঘটনায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।ওই চার্চের আবাসিকে বসবাসকারী মিস্টার আলবার্ট ফলিয়া জানান, তার স্ত্রী মান্না ফলিয়া পাশ্ববর্তী সেন্ট মার্কস কিন্ডার গার্টেন বিদ্যালয়ের শিক্ষক। প্রতিদিনের মতো শিক্ষকতা শেষ করে রাতে সাড়ে ৮টার দিকে মিশনে ফিরছিল সে। এ সময় মিশনে ঢুকতেই দেখতে পান তার নিজস্ব রান্নাঘরের পাশের একটি জায়গায় আগুন জ্বলছে। এ সময় মান্না ফলিয়া চিৎকার শুরু করলে পাশ্ববর্তীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।মান্না ফলিয়া জানান, ঘরে আগুন লাগার মতো কিছু ছিল না। তবে কীভাবে আগুন লেগেছে বা নাশকতা কি-না সে বিষয়ে কিছুই বলতে পারেনি তারা। ঘরে থাকা কাঠসহ বিছানা, প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। আগুন লাগার ঘটনাটি জানতে না পারলে বড় ধরনের ক্ষতি হতে পারতো। এ দিকে ওই এলাকায় বসবাসরত ১৫টি খ্রিস্টান পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, পুলিশ ধারণা করছে বিড়ির আগুন থেকে খড়ির ঘরে আগুন লেগেছে। এ ছাড়াও পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে। ঘটনাস্থল পরিদর্শন করে খ্রিস্টান সম্প্রদায়দের আতঙ্ক না হওয়ার পরামর্শ দেন তিনি।আব্বাস আলী/বিএ

Advertisement