দেশজুড়ে

বন্ধের পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

বৈরী আবহাওয়ায় পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ায় বন্ধ রাখার আড়াই ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এতথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে দুপুর ১২টা থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হচ্ছে। নয়টার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে ওঠে। সাড়ে নয়টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

একে এম নাসিরুল হক/এসআর/জেআইএম