ক্যাম্পাস

নাটকের লোকেরা বাড়ির খেয়ে বনের পশু তাড়ান : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যারা নাটকে কাজ করেছেন বা এখনো করেন তারা সবাই বাড়ির খেয়ে বনের পশু তাড়ান। আর বাড়ির খেয়ে বনের পশু যারা তাড়াচ্ছেন তারা খুবই গুরুত্বপূর্ণ কাজ করছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ১০ম জাতীয় নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আয়োজনে এ নাট্য উৎসব শুরু হয়েছে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুদীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।মন্ত্রী বলেন, সুগভীর ভালোবাসা না থাকলে নাটকে ভালো করা যায় না। এর জন্য দরকার আবেগ ও ভালোবাসা। আর আমরা জানি যারা নাটকে কাজ করেছেন বা এখনো করেন তারা সবাই বাড়ির খেয়ে বনের পশু তাড়ান। আর বাড়ির খেয়ে বনের পশু যারা তাড়াচ্ছেন তারা নিশ্চয় খুবই গুরুত্বপূর্ণ কাজ করছেন। কারণ আমরা যদি ওই বনের পশুদের তাড়াতে না পারি তাহলে তারা আবার ঘুরে দাঁড়াবে। সে লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন।আসাদুজ্জামান নূর বলেন, আর এ বন্য জন্তুটি স্বাধীনতার সময় নয় এখনো প্রকাশ্যে বাংলাদেশের বিরোধিতা করে আসছে। সেটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। যারা আমাদের স্বাধীনতাবিরোধী, যারা আমাদের দেশের অগ্রগতির বিরুদ্ধে, যারা মুক্তচিন্তার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করছে। সে বন্য পশুটার বিরুদ্ধে এখনো আমাদের লড়াই করতে হচ্ছে। তাই নাটক সিনেমার মধ্যদিয়ে এ অপশক্তিকে তাড়াতে হবে। তাই বাড়ির খেয়ে সাংস্কৃতিক অঙ্গনের লোকদের বনের পশু তাড়াতে হবে।এমএইচ/বিএ

Advertisement