জাতীয়

বিএসএমএমইউতে দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ১২০ জন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আরও ১২০ জন।

Advertisement

সোমবার (৩১ মে) বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে তাদের টিকা দেয়া হয়।

এ নিয়ে বিএসএমএমইউতে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিলেন ৪৩ হাজার ৮৫০ জন। এছাড়া গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন।

এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে এখন পর্যন্ত এক লাখ ৪৫ হাজার ৮৪৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ৩১ মে পর্যন্ত ৯৭ হাজার ৮২০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

Advertisement

অন্যদিকে করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৯৬৭ জন সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন চার হাজার ৯৬৮ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন চার হাজার ২২২ জন।

বর্তমানে করোনা ইউনিটে ভর্তি আছেন ৬৮ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন।

এমইউ/বিএ/এমএস

Advertisement