জাতীয় জাদুঘরে শুরু হয়েছে অমর কথাশিল্পী হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম ও তার ব্যবহৃত নিদর্শনসমূহের পক্ষকালব্যাপী প্রদর্শনী। ১৩ নভেম্বর প্রয়াত লেখকের জন্মদিন উপলক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীতে বাংলা সাহিত্যের কিংবদন্তী এই কথাশিল্পীর গ্রন্থ, পাণ্ডুলিপি, চিঠিপত্র, অঙ্কিত চিত্রাবলী ছাড়াও তার নির্মিত নাটক ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে।পক্ষকালব্যাপী এই প্রদর্শনীতে হুমায়ূন আহমেদ রচিত ৩৩৪টি বই, তাঁকে নিয়ে লেখা ৩২টি বই, ৬২টি দুর্লভ আলোকচিত্র, তাঁর অঙ্কিত ৩৪টি পেইন্টিং, ম্যুরাল, ৫৯টি স্মৃতি নিদর্শন ও ২৮টি পত্রিকা স্থান পেয়েছে। এছাড়া তার দর্শকনন্দিত বেশকিছু নাটক আর সিনেমাও থাকছে প্রদর্শনীতে।শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।জাতীয় জাদুঘরের কিপার নূরে নাসরিন জানান, প্রদর্শনী চলাকালে প্রতিদিন হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে জাদুঘর মিলনায়তনে যা দর্শকরা বিনা টিকেটে উপভোগ করবেন।
Advertisement