মোবাইল ফোন অপারেটর রবি ও শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট দারাজ ডটকম ডটবিডি আয়োজন করছে বছরের সবচেয়ে বড় সেলস ইভেন্ট ফাটাফাটি ফ্রাইডে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হবে এই ইভেন্ট। এ সুযোগ চালুর পর বিভিন্ন পণ্যে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের জন্য জনপ্রিয় ব্ল্যাক ফ্রাইডে’র ধারণাকে এদেশে বাস্তবে রূপ দিতে ফাটাফাটি ফ্রাইডের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে রবি। ফাটাফাটি ফ্রাইডে উপলক্ষে রবি প্রতিটি মোবাইল ফোনের সাথে আকর্ষণীয় বান্ডেল অফার প্রদান করবে। রবি’র প্রতিটি ওয়াক-ইন-সেন্টারে দারাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডররা গ্রাহকদের অর্ডার গ্রহণ করবেন। ফাটাফাটি ফ্রাইডে উপলক্ষে স্মার্টফোনে ৫০ শতাংশ, কম্পিউটিংয়ে ৪০ শতাংশ, হোম অ্যালায়েন্সে ৩৫ শতাংশ ও ফ্যাশন আইটেমে ৮০% পর্যন্ত ছাড় দেয়া হবে। রবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ডিজিটাল এজেন্ডা বান্তবায়নে রবি মূখ্য ভূমিকা পালন করছে। এ পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষক স্যোসাল বেকারস রবি’কে বিশ্বের শীর্ষ সোস্যালি ডিভোটেড ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল সেবা প্রদানে রবি কতটা এগিয়েছে এ স্বীকৃতি তারই প্রতিফলন। শীর্ষ ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হিসাবে অনুপ্রাণিত হয়ে শুক্রবার অনুষ্ঠিতব্য দেশের সবচেয়ে বড় অনলাইন সেলস ইভেন্টে অংশ নেয়ার জন্য দারাজ বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। এ দিনটি অনলাইন গ্রাহকদের জন্য একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস।” দারাজ ডটকম ডটবিডি’র এমডি ও কো-ফাউন্ডার সুমিত সিং বলেন, আমরা ক্রেতাদের আস্থা অর্জন করে, তাদের প্রত্যাশা অনুযায়ী সেরা দামে সেরা পণ্য সকলের কাছে পৌঁছে দিতে চাই। ফাটাফাটি ফ্রাইডে শুধু একটি সেলস ইভেন্ট নয়, এটি আমদের নির্ভরযোগ্যতা ও ধন্যবাদ প্রকাশের উপায় যা আমাদের ক্রেতাদের জন্য কেউ কখনো করেনি।আরএম/এসকেডি/পিআর
Advertisement