খেলাধুলা

উইকেটের সুবিধা পেয়েছি : আল-আমিন

আল-আমিনের বোলিং তোপে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বরিশাল বুলস। এক ওভারে দেশে সেরা দুই ব্যাটসম্যান সৌম্য এবং সাকিবকে আউট করে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন এই ডান হাতি পেসার। তবে এমন দুর্দান্ত বোলিংয়ের কৃতিত্ব নিতে নারাজ বিনয়ী আল-আমিন। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, উইকেটের সুবিধা পেয়েছেন বলেই এমন বল করতে পেরেছেন।আল-আমিনের মতে প্রথম ওভারে সৌম্য-সাকিবের উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটা বিশাল একটা ব্যাপার ছিল। কারণ দুজনই বাংলাদেশ দলের ইনফর্ম ব্যাটসম্যান। সেক্ষেত্রে আমি ক্রেডিট দিব উইকেটের। ভেজা ছিল তো, লাইন-লেন্থে বল রাখতে পারলে ভালো কিছু হবে। এটা ভেবেই ঠিক লেন্থে চেষ্টা করেছি।’টি-টোয়েন্টি ক্রিকেট ধুম-ধাড়াক্কা মারের খেলা। বিশেষ করে প্রথম ছয় ওভারে সব দলই চায় শট খেলে নিজেদের সংগ্রহটাকে বাড়িয়ে নিতে। আর শট বেশি খেলতে গেলে ভুল করার প্রবণতাও বেশি থাকে। এ কথা ভেবেই সঠিক লেন্থে বল করার চেষ্টা করেছেন বলে জানান আল-আমিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে টি-টোয়েন্টি টুর্নামেন্টে একটু বেশি ভ্যারিয়েশন আছে। প্রথম ছয় ওভারে যে ভালো করবে তার উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে। সে সময় যদি টপ অব লেন্থ ও টপে হিট করা যায় তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাই চেষ্টা করেছি।’গত কিছুদিন দারুণ বোলিং করে যাচ্ছেন আল-আমিন হোসেন। সে ধারায় বিপিএলেও চমৎকার বোলিং করছেন তিনি। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১১ উইকেট। সঙ্গে রয়েছে দারুন একটি হ্যাটট্রিকও।আরটি/আইএইচএস/পিআর

Advertisement