দেশজুড়ে

কিশোরগঞ্জে অস্ত্রসহ ‘মুরগি সোহেল’ গ্রেফতার

কিশোরগঞ্জের নিকলীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহেল নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

Advertisement

এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

রোববার (৩০ মে) দিবাগত গভীর রাতে নিকলী উপজেলার খালিশারহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খলিশাহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সোমবার (৩১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান র‌্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত।

Advertisement

র‌্যাব জানায়, গত ১১ মে সোয়াইজানি নদীর জলমহালের বিরোধকে কেন্দ্র করে সোহেল আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেন। এতে চার শিশুসহ ১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান জানতে পেরে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নূর মোহাম্মদ/এসআর/এমএস