স্বাস্থ্য

ভূমিকম্প ও যুদ্ধপ্রবণ দেশে প্রতিদিন মারা যায় ৫ শতাধিক নারী

ভূমিকম্প ও যুদ্ধপ্রবণ দেশে নারীদের স্বাস্থ্যসেবা চরমভাবে অবহেলিত হচ্ছে। এ সব দেশে প্রতিদিন সন্তানসম্ভবা পাঁচ শতাধিক নারী ও প্রাপ্তবয়স্ক তরুণীর মৃত্যু হচ্ছে। বর্তমানে বিশ্বে ১০ কোটি মানুষের মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ২ কোটি ৬০ লাখই নারী ও প্রাপ্তবয়স্ক তরুণী। ভূমিকম্প ও যুদ্ধ পরবর্তী সময়ে মৌলিক যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের ‘ইউএনএফপিএ’র ‘স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন-২০১৫’ এ তথ্য প্রকাশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে এ তথ্য প্রকাশ করা হয়। ইউএনএফপিএ’র নির্বাহী পরিচালক ড. বাবাটুন্ডে ওসোটিমেহিন বলেন, সন্তানসম্ভবা গর্ভবতী নারী ও  যৌন নিপীড়নের শিকার প্রাপ্তবয়স্ক তরুণীদের জন্য পানি, খাদ্য ও আশ্রয়ের মতো জরুরি স্বাস্থ্যসেবা।  তিনি বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের শিকার। ২০১৫ সালে ইউএনএফপিএ ৩৮টি দেশে স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা প্রদান করেছে। এমইউ/এসএইচএস/পিআর

Advertisement