দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে নমুনা পরীক্ষায় রেকর্ড ৭১ শতাংশ শনাক্ত

করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে লকডাউন। এরপরও করোনা সংক্রমণ দিন দিন রেকর্ড ভাঙছে। রোববার (৩০ মে) আরও ৬৩টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ৭১.৪৩ শতাংশ।

Advertisement

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

তিনি জানান, শনাক্তদের মধ্যে কোনো উপজেলায় কতজন তা যাচাইয়ে কাজ চলছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার করোনায় আক্রান্ত সাতজন মারা যান। চাঁপাইনবাবগঞ্জের এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে।

এসজে/এমকেএইচ

Advertisement