জাতীয়

অনলাইনে রাষ্ট্রবিরোধী অপপ্রচার : আটক ৩

বিকল্প পথে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকারের জনকল্যাণমূলক কাজের অপপ্রচার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানোর অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করেছে র্যাঅপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।আটকরা হলেন, ফারুক ইসলাম, তানভির আহমেদ এবং তৌহিদ হাসান। বুধবার দিবাগত রাতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।র‍্যাব-২ এর উপ-অধিনায়ক ড. মো. দিদারুল আলম জানান, সাইবার ক্রাইম সংঘটন ও অনলাইন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গঠনমূলক কাজের অপপ্রচার এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদের আটক করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, Farukisalm.com.bd.ridoy.tanvir@yahoo.com ও thasan23@yahoo.com (বাংলা টেকনোলজিকেল সাইট) এবং ফেইসবুক এ বিভিন্ন ফেক আইডি যেমন মাঝি ছাড়া নৌকা, আলর্বাট আইনস্টাইন, ‘তাওহিদ হাসান’ ইত্যাদি বন্ধ থাকা ফেইসবুক বিকল্প পথে ব্যবহার করে ব্লগিং করত এবং উক্ত ব্লগের মাধ্যমে ক্ষতিকারক লিঙ্ক শেয়ার করে শেয়ারকৃত লিঙ্ক ব্যবহার করার জন্য অন্যদের উদ্বুদ্ধ করত।উক্ত লিঙ্কে প্রবেশ করার পর ব্যবহারকারীদের সম্পূর্ণ ডাটা নিজ আয়ত্ত্বে নিয়ে সরকার তথা দেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালিয়ে যেত। গণ্যমান্য কোনো ব্যক্তিকে কটুক্তি করা বা রাষ্ট্রদ্রোহীমূলক কোনো মত প্রকাশ করা বা কর্মকাণ্ড করা অপরাধ হিসেবে গণ্য হবে।জেইউ/এসকেডি

Advertisement