দেশে চীনের তৈরি সিনোফার্মের পরীক্ষামূলক টিকা গ্রহণকারীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর চারটি সরকারি হাসপাতালে নতুন করে আরও ৯০৩ জন এ টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ৭৬৫ জন ও নারী ১৩৮ জন রয়েছেন।
Advertisement
গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২২৯ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ২২২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২২৯ জন এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ২২৩ জন রয়েছেন।
এ নিয়ে দেশে সিনোফার্মের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দুই হাজার ১৪২জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে এক হাজার ৫৭০ জন পুরুষ ও ৫৭২ জন নারী।
আর মোট টিকা গ্রহণকারী দুই হাজার ১৪২ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬০২ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫১৮ জন, শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪৫ জন এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ৪৭৭ জন রয়েছেন।
Advertisement
গত মঙ্গলবার (২৫ মে) রাজধানীর চারটি হাসপাতালে সিনোফার্মের পরীক্ষামূলক টিকাদান শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এমইউ/এমআরআর/এমকেএইচ