দেশজুড়ে

শেভরনের ‘মাইন বিস্ফোরণে’ সিলেটে কম্পনের তথ্যটি গুজব

সিলেটে ১৮ ঘণ্টার মধ্যে পাঁচ দফা ভূমিকম্পের পর একটি চক্র যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। শেভরনের মাইন বিস্ফোরণের কারণেই সিলেটে দফায় দফায় এ কম্পন হয়েছে।

Advertisement

রোববার (৩০ মে) বিষয়টি পরিষ্কার করেছেনে শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান।

তিনি জানান, এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। শেভরন কোথাও মাইন বিস্ফোরণ ঘটায়নি।

‘সিলেটে দফায় দফায় ভূমিকম্প হয়নি, বরং শেভরনের মাইন বিস্ফোরণের কারণেই ভূ-কম্পন সুষ্টি হয়েছে’ এমন একটি স্ট্যাটাস শনিবার (২৯ মে) রাত থেকেই ফেসবুকে ভাইরাল হয়।

Advertisement

একই স্ট্যাটাসে সিলেট সিটি করপোরেশনকে জড়িয়ে বলা হয়, ‘শেভরন অনুমতি না নিয়ে শনিবার এমন বিস্ফোরণ ঘটানোর কারণে রোববার কর্তৃপক্ষকে জবাব দেয়ার জন্য নগর ভবনে ডেকেছেন সিসিক মেয়র।’ এমন তথ্যকেও সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘আমি শেভরনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে করোনাকালে তারা সিলেটে এরকম কোনো কার্যক্রমই পরিচালনা করেননি। এটি গুজব।’

মেয়র আরও বলেন, ‘শেভরনকে ডাকার প্রশ্নই ওঠে না। কারণ, আমাদের আবহাওয়া অধিদফতর ও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন ভূমিকম্প জৈন্তাপুর থেকে উৎপত্তি।’

সিসিক মেয়র বলেন, ‘কোনো কিছু না যেনে, ‘সত্যতা নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্য দিয়ে যারা ফেসবুকে এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করে থাকেন তাদের ব্যাপারে সাইবার আইনে ব্যবস্থা নেয়া হবে। এসব গুজব তৈরি করা থেকে বিরত থাকুন।’

Advertisement

শনিবার সকাল সাড়ে সকাল ১০ টা ৩৬ মিনিট, ১০টা ৫০, ১১টা ৩৪ ও দুপুর ১ টা ৫৮ মিনিটে কেঁপে ওঠে সিলেট। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া রোববার ভোর ৪টা ৩৪ মিনিটে ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ছামির মাহমুদ/এসজে/এমকেএইচ