আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃতের দেহ ছুঁড়ে ফেলা হল নদীতে

ভারতের উত্তর প্রদেশে করোনায় মৃত্যু হওয়া ব্যক্তির মরদেহ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সেতু থেকে মরদেহটি নদীতে ছুঁড়ে ফেলে দিচ্ছেন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজনের পরায় পিপিই ছিল। শুক্রবার রাজ্যের বলরামপুর জেলায় এ ঘটনাটি ঘটে।

Advertisement

রাপ্তী নদীর ওপর সেতু দিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনে ওই ভিডিওটি ধারণ করেন দুই ব্যক্তি। এরপরই দেশজুড়ে ভাইরাল হয় ভিডিওটি।

ছুঁড়ে ফেলা মৃতদেহটি করোনায় আক্রান্ত ছিল, বিষয়টি নিশ্চিত করেছেন বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। ঘটনায় জড়িত দুজনের মধ্যে একজন মৃত ব্যক্তির পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা যায়, গত ২৫ মে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে। গত ২৮ মে তাঁর মৃত্যু হয়। জড়িত পরিবারের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

এরআগেও উত্তরপ্রদেশ ও বিহারে করোনায় মৃতদের দেহ ভেসে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি গঙ্গার পাড় থেকে উদ্ধার করা হয়েছিল ৭১টি মরদেহ। যা নিয়েও দেশজুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। কেন্দ্রীয় সরকারও এমন নির্মম ঘটনায় জড়িতদের সতর্ক করেছে।

Advertisement

সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

এএমকে/জেআইএম