বগুড়ার শিবগঞ্জে বসতবাড়িতে হামলা চালিয়ে নারীসহ ছয়জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
Advertisement
শনিবার (২৯ মে) বিকেলে উপজেলার বেড়াবালা চুনিপাড়া গ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেড়াবালা চুরিপাড়া গ্রামের আব্দুল বারী, তার পুত্রবধূ সাবিনাসহ ববি, এলিজা, রোকেয়া ও রব্বানী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে রাতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন- একই গ্রামের এমরান (২৮), নুরুল ইসলাম (৫০), জাবেদ আলী (৪৫), এনামুল (৩০), আল আমিন (২২), গণি (২০), বকুল (২০) ও বুলবুল (২৮)।
Advertisement
স্থানীয় সূত্র জানায়, গ্রামের একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র্র করে আব্দুল বারীর পরিবারের সঙ্গে এমরানদের বিরোধ চলে আসছে। এর জেরে শনিবার বিকেলে আব্দুল বারীদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করা হয়।
আহত আব্দুল বারী বলেন, এমরান ও তার লোকজনরা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করেছে। আমরা এ ঘটনার বিচার চাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত এমরানসহ অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খায়রুল বাসার বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরএইচ/জিকেএস
Advertisement