ক্যাম্পাস

ঢাবিকে প্রতিবন্ধী সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) প্রতিবন্ধী সহায়ক প্রতিষ্ঠানের পথিকৃত হিসেবে গড়ে তোলা হবে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন। আগামীতে বিশ্ববিদ্যালয়ের নির্মিত সকল ভবনকেই প্রতিবন্ধী সহায়ক করা হবে বলেও ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা সংগঠন পিডিএফ ঢাবি শাখা কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান, অধ্যাপক ড. শারমিন হক, ড. মাহবুবুর রহমান, পিডিএফ এর ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মু. তারিক আহসান। এতে সভাপতিত্ব করেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদাউস জাহান। উপ-উপাচার্য সকলকে মানবিক কল্যাণে পিডিএফ এর মতো এই সকল প্রচেষ্টায় অর্থিক সহায়তাসহ সকল ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান এবং তিনি নিজেও সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ড. আব্দুল আউয়াল খান বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্ন্তভুক্তিমূলক শিক্ষা প্রদানে যেকোন ধরনের উদ্যোগে তিনি পাশে থাকবেন। তিনি শিক্ষাকে অর্ন্তভুক্তিমূলক করতে বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন এবং সেগুলোর উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পিডিএফ এর সকল ধরনের কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে ঘোষণা করেন।ড. শারমিন হক বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এই সকল মানবিক কাজে সকলকেই এগিয়ে আসতে হবে এবং এই ধরনের একটি উদ্যোগ নেয়ায় পিডিএফকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে পিডিএফ এর সকল কার্যক্রমে তিনি সর্বাত্মকভাবে সাথে থাকবেন বলে ইচ্ছা প্রকাশ করেন। সেমিনারের আগে টিএসসি থেকে কলা ভবন পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যাফলি এবং সেমিনারের ইভেন্ট পার্টনার ছিলো আমেরিকান দূতাবাস ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই)। এমএইচ/এসকেডি/পিআর

Advertisement