বাংলা সিনেমার খ্যাতিমান পরিচালক ও অভিনেতা ঋতুপর্ণ ঘোষের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ৩০ মে কলকাতায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৯ বছর।
Advertisement
বাংলা চলচ্চিত্র জগতের সদা উজ্জ্বল একজন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং গীতিকার ছিলেন ঋতুপর্ণ ঘোষ। অর্থনীতিতে ডিগ্রি অর্জনের পরে তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় সৃজনশীল শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন।
১৯৯২ সালে তার প্রথম চলচ্চিত্র ‘হীরের আঙটি’ মুক্তি পায়। ১৯৯৪ সালে মুক্তি পায় তার দ্বিতীয় ছবি ‘উনিশে এপ্রিল’, যা সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে।
দুই দশকের উজ্জ্বল ক্যারিয়ারে ১২টি জাতীয় এবং বহু আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অপ্রকাশিত বাংলা চলচ্চিত্র ‘তাক ঝাঁক’ সম্মানিত হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিও পায়।
Advertisement
ঋতুপর্ণ ঘোষের প্রথমদিকের চলচ্চিত্রগুলোতে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবন, তাদের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরেছিলেন। দ্বিতীয় পর্যায়ের ছবিগুলোতে তিনি বলিউড অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন এবং হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলায়ও চলচ্চিত্র তৈরি করেছেন।
তৃতীয় পর্বের ছবিগুলোতে তিনি তুলে ধরেছেন জীবন, সম্পর্ক এবং যৌনতা নিয়ে সমাজের নানা দিক। তৃতীয় লিঙ্গের মানুষের কথা, সমকামীদের কথা, শিল্প দর্শন এবং জীবনের নিদারুণ মিশেল উঠে এসেছে তার অসাধারণ দৃষ্টিভঙ্গির বুননে।
এএএইচ/এমএস
Advertisement