আন্তর্জাতিক

ঘরে বসে কাজ করতে পারবেন কলকাতার ওসিরা

এবার ঘরে বসে কাজ করতে পারবেন কলকাতার পুলিশ কর্মকর্তারা। পুলিশের সব কর্মী এই সুবিধা পাবেন না। একমাত্র থানার ওসি ও অতিরিক্ত ওসি সপ্তাহে একদিন বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন।

Advertisement

শনিবার (২৯ মে) এক ভার্চুয়াল সভায় এ ঘোষণা দেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

তিনি জানান, সপ্তাহে এবার একদিন করে ছুটি নিতে পারবেন থানার ওসি ও অতিরিক্ত ওসিরা। যেহেতু তারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাই সম্পূর্ণ ছুটি না নিয়েই ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে হবে তাদের।

সাধারণভাবে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টররা সপ্তাহে একদিন ছুটি পান। পুলিশের অন্যান্য বিভাগে সাধারণভাবে ওসি বা অতিরিক্ত ওসিরাও ছুটি পান। কিন্তু থানার ওসি বা অতিরিক্ত ওসিদের ক্ষেত্রে তা হয়ে ওঠে না। তারা যাতে পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন সময় কাটাতে পারেন, এবার সেই ব্যবস্থাই করল কলকাতা পুলিশ কমিশনার।

Advertisement

তবে থানার ওসি বা অতিরিক্ত ওসিরা সপ্তাহে একদিন ছুটি নিলেও তাদের অন্য কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতে হবে। বড় কোনো ঘটনা ঘটলে ঘটনাস্থলে ছুটে যেতে হবে। আবার ওসি ও অতিরিক্ত ওসি যাতে একইদিনে ছুটি না নেন, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

এদিকে কলকাতার পুলিশ কমিশনার উদ্যোগী হলেও বাড়ি থেকে পুলিশ কীভাবে কাজ করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিএ/জিকেএস

Advertisement