মনোনয়পত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে শেরপুরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়পত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা হাজির হয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তবে শেরপুরের চার পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়পত্র দাখিল করেছেন।শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিএনপির আব্দুর রাজ্জাক আশীষ, জাতীয় পার্টির মীর দেলোয়ার হোসেন দিলু দলীয় প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দেন। তবে শেরপুর পৌরসভার বর্তমান মেয়র হুমায়ুন কবীর রুমান আ. লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।এদিকে, নকলা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হাফিজুর রহমান লিটন, বিএনপির বর্তমান মেয়র মেখলেছুর রহমান দলীয় প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নকলা পৌরসভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় প্রার্থীর বিদ্রোহী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।নালিতাবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক ওরফে বাক্কা, বিএনপির বর্তমান মেয়র আনোয়ার হোসেন ওরফে ভিপি আনোয়ার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। নালিতাবাড়ী পৌরসভায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামসুল আলম সওদাগর মনোননপত্র দাখিল করেছেন।শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মো. আবু সাঈদ, বিএনপির বর্তমান মেয়র আব্দুল হাকিম দলীয় প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দেন। তবে শ্রীবরদী পৌরসভায় দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শহীদুল্লাহ শাহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছেন।হাকিম বাবুল/এসএস
Advertisement