নেত্রকোনার বারহাট্টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে বারহাট্টা বাজারস্থ শহীদ মিনারের সামনে পাঁচ উপজেলায় কর্মরত শিক্ষকরা এ মানববন্ধন করে।মানববন্ধনে শিক্ষক নেতারা অর্জুন হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনা এবং জেলার সব স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল করার দাবি জানান।বারহাট্টা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ জাগো নিউকে জানান,এই হত্যাকাণ্ড নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে এ আন্দোলন সারাদেশের শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়বে। বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা জি এম এনামুল হক জাগো নিউকে জানান, অর্জুন একজন সৎ ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জাগো নিউকে জানান, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সন্দেহে ইতোমধ্যে ফুয়াদ খান বাবুল, ইমদাদুল হক ও কালাচান মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত থাকলে তাদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।কামাল হোসাইন/এআরএ/পিআর
Advertisement