দেশজুড়ে

বাহরাইনে করোনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আবু জাহের (৩৩) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার (২৮ মে) স্থানীয় সময় রাত ১১টার দিকে নিজ কক্ষে তার মৃত্যু হয়।

Advertisement

আবু জাহের নোয়াখালীর সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া সর্দারপাড়া গ্রামের হাসুর বাপের বাড়ির আবদুল বাতেনের ছেলে।

আবু জাহেরের ভাই আবদুল হামিদ স্বপন জানান, এক সপ্তাহ ধরে আবু জাহের জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় বাসায় ছিলেন। অসুস্থতার বিষয়টি স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা তাকে বাসায় থাকার নির্দেশনা দেন। কিন্তু তাকে কোনো ওষুধ বা চিকিৎসা দেয়া হয়নি। পরে শুক্রবার রাতে নিজ কক্ষে তার মৃত্যু হয়।

তিনি জানান, শুক্রবার সকাল থেকে তাকে মোবাইলে ভয়েস মেইল পাঠালেও কোনো উত্তর না দেয়ায় তাদের সন্দেহ হয়। পরে বাহরাইনে অবস্থান করা খালাতো ভাই মো. রাসেলকে বিষয়টি অবহিত করলে তিনি জাহেরের বাসায় গিয়ে তাকে মৃত অবস্থায় পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Advertisement

আবদুল হামিদ স্বপন আরও জানান, ৯ বছর আগে আবু জাহের বাহরাইনে পাড়ি জমান। সেখানে তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যানের কাজ করতেন। ২০১৮ সালে দেশে এসে বিয়ে করে আবার বাহরাইন চলে যান তিনি। তারা চার ভাই ও তিন বোন। তার ৯ মাস বয়সী একটি মেয়েও রয়েছে।

শনিবার (২৯ মে) সকালে তার মৃত্যুর খবর সেনবাগের গ্রামের বাড়ি পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম শুরু হয়।

ইএ/এমএস

Advertisement