ক্যাম্পাস

নারীকে ‘মানুষ’ হিসেবে দেখতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে যৌন নিপীড়ন বিরোধী সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে এ র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। র‌্যালি উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বক্তব্যে বলেন, নারীকে ‘নারী’ নয়; ‘মানুষ’ হিসেবে দেখতে হবে। নিজের কারণে অন্যের যেন দুর্ভোগ বা ভোগান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। একে অপরের সম্মান ও আত্মমর্যাদার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে বলে জানান তিনি। র‌্যালিতে প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। হাফিজুর রহমান/এসকেডি/পিআর

Advertisement