জাতীয়

বেড়েছে করোনা শনাক্তের হার, কমেছে সুস্থতা

দেশে গত এক সপ্তাহে করোনা শনাক্তকৃত রোগীর হার ২২ শতাংশ বেড়েছে। একই সময়ে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩৩ শতাংশ। তবে সুস্থ রোগীর সংখ্যা কমেছে ৯ শতাংশ।

Advertisement

এপিডেমিওলজিক্যাল ২০তম সপ্তাহের (১৬ মে থেকে ২২ মে) সঙ্গে এপিডেমিওলজিক্যাল ২১তম সপ্তাহের (২৩ মে থেকে ২৯ মে) তুলনামূলক বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপিডেমিওলজিক্যাল ২০তম সপ্তাহে ১ লাখ ৩ হাজার ১২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ৭ হাজার ৯৩০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। আর ৮ হাজার ৩৬৩ জন সুস্থ এবং মৃত্যু হয় ২২৪ জনের।

Advertisement

এপিডেমিওলজিক্যাল ২১তম সপ্তাহে ১ লাখ ৯ হাজার ৬৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ৯ হাজার ৬৬০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। আর ৭ হাজার ৬১০ জন সুস্থ এবং ২০১ জন মারা যায়।

এমইউ/জেডএইচ/