দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ১৮৮ নমুনা পরীক্ষায় শনাক্ত ১০৭

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ চরম আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৮৮টি নমুনা পরীক্ষা করে ১০৭ জন শনাক্ত হয়েছে। নমুনাগুলো ২৪ ও ২৫ মে সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

Advertisement

শনিবার (২৯ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। শনাক্তদের মধ্যে কোন উপজেলায় কতজন তা যাচাইয়ে কাজ চলছে বলে জানান।

এদিকে, শনিবার নতুন করে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে করোনায় আক্রান্ত দুজন মারা যান। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।

Advertisement

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে।

এসজে/এমকেএইচ