চাকরিপ্রার্থীদের কাজ বা বেকার ভাতা দেয়ার দাবি জানিয়েছে জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন)।
Advertisement
শনিবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশ থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট-অপচয়-ভোগ-বিলাস-অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ এবং করোনায় কর্মহীন-আয়হীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, করোনার ছোবলে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছেন, কর্মহীন হয়েছেন। আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষার আওতায় এসব কর্মহীন-আয়হীন মানুষকে নিয়ে আসতে হবে। শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে কর্মক্ষম মানুষের ডিজিটাল ডাটাবেজ তৈরি করে তাদের কাজের নিশ্চয়তা অথবা বেকার ভাতা দিতে হবে।
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্রলীগের (হা-ন) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হকের সঞ্চালনায় সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদের) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফি উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
Advertisement
সমাবেশ শেষে একটি মিছিল প্রেস ক্লাব থেকে পল্টন, গুলিস্তানসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এমএমএ/এমএইচআর/জিকেএস