বিনোদন

দেশের গানে কনক চাঁপা ও কনা

নব্বই দশকের জনপ্রিয় সংগীত শিল্পী কনক চাঁপা। এখনও তিনি নিয়মিতই গাইছেন চলচ্চিত্রের জন্য। অন্যদিকে হালের ব্যস্ততম কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দুই প্রজন্মের এই দুই শিল্পীর পরিচয় অনেক আগে থেকেই। কিন্তু একসঙ্গে গান করার সুযোগ হয়নি কখনো। তবে এবার তাদেরকে একটি দেশের গানে কণ্ঠ মিলাতে দেখা যাবে। জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে এটিএন বাংলা। বাপ্পা মজুমদারের উপস্থাপনায় সেখানে গান করবেন কনক চাঁপা ও কনা। তাদের সঙ্গে আরো থাকবেন ইমরান। শিল্পীরা আলাদা আলাদা করে নিজেদের গান পরিবেশন করবেন। তবে বাপ্পার গাওয়া ‘নোঙর তোলো তোলো’ গানটিতে কোরাসে কন্ঠ মিলাবেন কনক চাঁপা ও কনা। আরো জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। গেল বুধবার, ২ ডিসেম্বর অনুষ্ঠানটির দৃশ্যধারণে অংশ নেন শিল্পীরা। এটি প্রযোজনা করেছেন রোমানা আফরোজ। তিনি জানালেন, এখনো অনুষ্ঠানের নাম ও প্রচারের সময় ঠিক হয়নি। প্রচারের আগেই বিষয়টি সবাইকে জানানো হবে।এনই/এলএ

Advertisement