দেশজুড়ে

শিবগঞ্জে চালু হলো ভ্রাম্যমাণ করোনা ক্যাম্প

প্রাণঘাতী করোনা সংক্রমণ, মৃত্যু ও ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে সাত দিনের বিশেষ লকডাউন।

Advertisement

শনিবার (২৯ মে) ছিল বিশেষ লকডাউনের পঞ্চম দিন। অধিক হারে নমুনা সংগ্রহের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে ভ্রাম্যমাণ করোনা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সায়রা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

এসময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, লকডাউনের কারণে গ্রামের অনেকেই হাসপাতালে করোনার নমুনা দিতে পারে না। তাই প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার কথা বিবেচনা করে এটি চালু করা হয়েছে।

জেলায় এই প্রথম নমুনা সংগ্রহের এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে খুব অল্প সময়ের মধ্যে মানুষ নমুনা পরীক্ষা করতে পারবে।

এএইচ/এমকেএইচ

Advertisement