প্রথমবারের মতো সারাদেশের স্থানীয় সংসদ সদস্যদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হতে যাচ্ছে ‘সাংসদ নাট্যোৎসব’। ঢাকা-১৯ (সাভার)’র স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমানের পৃষ্ঠপোষকতায় উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। জানা গেছে, এর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।সাংসদ নাট্যোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা জাগো নিউজকে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি সংস্কৃতির বিকাশে চমৎকার এই উদ্যোগটি নেয়া হয়েছে। এখানে দেশের সংসদ সদস্যরা উৎসবের পৃষ্ঠপোষকতা করবেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রথম উৎসবটির আয়োজনে পৃষ্ঠপোষকতা করছেন আসনের এমপি এনামুর রহমান।’আগামী ১৩ ডিসেম্বর থেকে ১০ দিনব্যাপি এই উৎসব অনুষ্ঠিত হবে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে। এতে স্থানীয় ৩টি নাট্যদলসহ সারাদেশের ৭টি নাট্যদল নাটক পরিবেশন করবে।চন্দন রেজা আরও বলেন, ‘সামনের দিনগুলোতে স্থানীয় মেয়রদের পৃষ্ঠপোষকতায় ‘মেয়র নাট্যোৎসব’ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের।উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক ‘কোর্ট মার্শাল’। স্বদেশ দীপকের মূল রচনা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান।এলএ
Advertisement