সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিজয় মেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রিয়াদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির। মেলায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে দায়িত্বপালনরত সকল বাংলাদেশি সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের মিলনমেলা হবে বলে জানান তিনি। মেলা বাস্তবায়নের সবশেষ অগ্রগতি তুলে ধরেন প্রসাফের সাংগঠনিক মোহাম্মদ আল-আমীন। সভায় উপস্থিত রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা মেলা সুন্দর এবং সফলভাবে বাস্তবায়নের লক্ষে পরামর্শ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য আগামী ১১ ডিসেম্বর রিয়াদের আল কাছিম রোডস্থ আল নাখিল ইস্তেরাহাতে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দিনব্যাপী বিজয় মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহর এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।একে/পিআর
Advertisement