ক্যাম্পাস

জাবিতে ফেসবুক খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নিজার আলম মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বলেন, “ফেসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেয়া উচিত।”সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিটু বলেন, “সাধারণ জনগণের জন্য ফেসবুক বন্ধ রেখে সরকারি দল এবং সরকারের লোকজন বিকল্প পথে ফেসবুক ব্যবহার করে দলের এবং সরকারের বিভিন্ন প্রচারণা চালাচ্ছে । এটা অত্যন্ত হাস্যকর।”ছাত্রফ্রন্টের সম্পাদিকা সুস্মিতা মরিয়ম ৫৭ ধারা বাতিলের দাবি করে বলেন, “এটি মতপ্রকাশের  স্বাধীনতা হরণ এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করবে। অবিলম্বে এটি বাতিল করতে হবে । নিরাপত্তার জন্য দু-চারদিন ফেসবুক বন্ধ রাখার যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার মানে কি? নিরাপত্তার অজুহাতে সরকার জনগণের স্বাধীন মত প্রকাশকে রুদ্ধ করছে” এছাড়া বক্তারা ফেসবুকে প্রচারণার মাধ্যমে গণজাগরণ মঞ্চ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে অবিলম্বে স্বাধীন মত প্রকাশ নিশ্চিত করার লক্ষ্যে ফেসবুক খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। হাফিজুর রহমান/এসকেডি/পিআর

Advertisement