রাজনীতি

প্রতিটি গুমের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি ন্যাপ মহাসচিবের

বাংলাদেশে গুমের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তাদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

Advertisement

শনিবার (২৯ মে) আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মানববন্ধনের আয়োজন করে।

গোলাম মোস্তফা বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকার বিরোধী অপরাধ। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত এবং আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জবাবদিহিতার অভাবে কোনো বিচারিক প্রতিকার না পেয়ে তাদের স্বজনরা ক্ষুব্ধ ও হতাশ।

তিনি আরও বলেন, যাদের প্রিয় মানুষগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছে না, তারা মৃত নাকি জীবিত সেটা তাদের আত্মীয়-স্বজনও জানে না। তাদের কষ্ট ও বেদনার মাত্রা বোঝার সাধ্য হয়তো আমাদের নেই। তবে তাদের প্রতি সংহতি জানাবার মানবিক বোধটুকু যেন আমরা হারিয়ে না ফেলি।

Advertisement

ন্যাপ মহাসচিব বলেন, নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং নির্যাতন বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গুমের ঘটনাগুলো এসব চুক্তি ও সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তাই জোরপূর্বক গুমের ঘটনাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ রয়েছে।

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুলের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এনডিএম সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, আর কে রিপন, সাংবাদিক মারুফ সরকার ও মো. শাকিল প্রমুখ।

কেএইচ/এমএসএইচ/এমকেএইচ

Advertisement