দেশজুড়ে

রাজবাড়ীতে ৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেয়েছেন ২৯৫ জন

করোনা মহমারিতে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে রাজবাড়ী জেলায় ২৯৫ জন মানুষ জরুরি খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শনিবার (২৯ মে) জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরের প্রচারণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা প্রশাসন।

Advertisement

সম্মেলনে বলা হয়, করোনা মহমারিতে ৩৩৩ এ ফোন পেয়ে রাজবাড়ী জেলায় ২৯৫ জন অসহায় ও দুস্থদের মাঝে জরুরি খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়াও ভূমিহীন নাগরিক সেবা, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, চোরাচাল বন্ধ ও ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে ফোন পেয়ে।

সরকারি তথ্যসেবা ৩৩৩ এর প্রচারণার অংশ হিসাবে রাজবাড়ীতে জেলা শহরের প্রাণকেন্দ্রে ডিজিটাল বোর্ড স্থাপন, জেলা প্রশাসক কার্যালয়ে এলইডি বোর্ড স্থাপন, সরকারি অফিসেপত্রের মাধ্যমে প্রচারণা, স্থানীয় পত্র পত্রিকায় প্রচারণা, ডিসি রাজবাড়ী ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, ব্যানার, স্থানীয় ক্যাবল টিভি (আরসিএন) এ প্রচারণা, বইমেলাসহ অন্যান্য মেলায় ৩৩৩ এর স্টল ও জেলা প্রশাসনের স্টলের মাধ্যমে প্রচারণা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এসময় আরও বলা হয়, সরকারি সেবা ৩৩৩ এর মাধ্যমে বিভিন্ন সরকারি কার্যালয়, সরকারি বিভিন্ন তথ্য সেবা, সামাজিক সমস্যার প্রতিকার, সরকারি কর্মকর্তাদের তথ্য এবং জেলা ও পর্যটন সম্পর্কিত নানা তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

Advertisement

রুবেলুর রহমান/এসএমএম/এমএস