রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে ধরা পড়েছে ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাগাইড় মাছ।
Advertisement
শনিবার (২৯ মে) সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন স্থানীয় জেলে জয়নাল হলদার।
জয়নাল হলদার বলেন, সকালে নদীতে মাছটি ধরা পড়ার পর ঘাট সংলগ্ন আড়তে নিয়ে আসি। সেখানে এক হাজর ২৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন। পরে তিনি প্রতি কেজি এক হাজার ৪০০ টাকা দরে ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি ঢাকায় বিক্রি করে দেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, নদীতে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এতে ভাগ্য খুলেছে জেলেদের। আজ স্থানীয় এক জেলে ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাগাইড় মাছ ধরেন এক জেলে।
Advertisement
রুবেলুর রহমান/আরএইচ/এমএস