জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৩ ডিসেম্বর

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : চীনের অবিসংবাদিত নেতা চৌ এন লাই কবে মৃত্যুবরণ করেন? উত্তর : ১৯৭৬ সালে। ২. প্রশ্ন : তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত? উত্তর : বেইজিং। ৩. প্রশ্ন : গ্রেট হল কোথায় অবস্থিত? উত্তর : মস্কোতে। ৪. প্রশ্ন : চীনের শাসন ব্যবস্থা হংকংয়ে কবে বলবৎ হয়? উত্তর : ১ জুলাই ১৯৯৭। ৫. প্রশ্ন : হংকং কত বছর বৃটেনের অধীনে ছিল? উত্তর : ১৫৬ বছর। ৬. প্রশ্ন : ম্যাকাও কত বছর পর্তুগালের অধীনে ছিল? উত্তর : ৪৪৩ বছর। ৭. প্রশ্ন : ম্যাকাও কবে চীনের অন্তর্ভুক্ত হয়? উত্তর : ১৯ ডিসেম্বর ১৯৯৯। ৮. প্রশ্ন : কোন সালে জাপানের সামন্ত ব্যবস্থার বিলুপ্তি ঘটে? উত্তর : ১৮৭১ সালে। ৯. প্রশ্ন : রুশ-জাপান যুদ্ধ কবে শুরু হয়? উত্তর : ০৮ ফেব্রুয়ারি ১৯০৪। ১০. প্রশ্ন : জাপানের বিসমার্ক প্রিন্স ইটো কবে নিহত হন? উত্তর : ২৬ অক্টোবর ১৯০৯। ১১. প্রশ্ন : জাপান সম্রাট হিরোহিতো কবে মৃত্যুবরণ করেন? উত্তর : ০৭ জানুয়ারি ১৯৮৯। ১২. প্রশ্ন : আকিহিতো জাপানের কততম সম্রাট? উত্তর : ১২৫ তম। ১৩. প্রশ্ন : জাপানের সম্রাট আকিহিতো পেশায় কি ছিলেন? উত্তর : সমুদ্র জীববিজ্ঞানী। ১৪. প্রশ্ন : সূর্যদেবতা আমাতেরাসুর বংশধর কারা? উত্তর : জাপানের সম্রাটরা। ১৫. প্রশ্ন : জাপান সাগর ও পীত সাগরের মধ্যে কী অবস্থিত? উত্তর : কোরিয়া উপদ্বীপ। ১৬. প্রশ্ন : বিতর্কিত শাখালিন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? উত্তর : জাপানের উত্তর দিকে। ১৭. প্রশ্ন : জাপান কবে কোরিয়া অধিকার করে? উত্তর : ২২ আগস্ট ১৯১০। ১৮. প্রশ্ন : জাপান কবে সাংহাই অধিকার করে? উত্তর : ২৮ জানুয়ারি ১৯৩২। ১৯. প্রশ্ন : জাপান কবে লীগ অফ নেশনস পরিত্যাগ করে? উত্তর : ১৫ মার্চ ১৯৩৩। ২০. প্রশ্ন : জাপান কবে চীন আক্রমন করে? উত্তর : ৭ জুলাই ১৯৩৭।এসইউ/পিআর

Advertisement