দেশজুড়ে

পদ্মায় ট্রলারডুবি : নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় খাদিজা আক্তার (৩) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে পদ্মা নদীর উপজেলার কুন্ডেরচর আব্দুল মল্লিকের কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমাম হোসেন (২৫) ও রমজান (৬) নামের আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

খাদিজা আক্তার বরগুনা সদর উপজেলার পাথাঘাটা গ্রামের মো. বজলু মিয়া ও শাহীনুর আক্তার দম্পতির মেয়ে।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ মে) আব্দুর রহমান আকন (৭০) নামের ট্রলার যাত্রী এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

Advertisement

জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু মণ্ডল বলেন, মঙ্গলবার (২৫ মে) থেকে বৈরি আবহাওয়ায় মাঝির ঘাট-শিমুলিয়া নৌপথে সব ধরনের যান বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ১৫ জন যাত্রী নিয়ে জাজিরার পালেরচর এলাকা থেকে একটি মাছের ট্রলার নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছিলেন কয়েকজন। পাঁচটার দিকে পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা বিভিন্ন নৌযান ১১ জনকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

মো. ছগির হোসেন/আরএইচ/এএসএম