ফরিদপুরে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নিয়েছিলেন ৬৩ হাজার ৬৬৩ জন। এরমধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ১৮ হাজার ৭৩০ জন। তবে জেলা প্রশাসক ও জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।
Advertisement
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রাপ্ত করোনা টিকার প্রথম ডোজ জেলার ৯টি উপজেলার ৬৩ হাজার ৬৬৩ মানুষকে দেয়া হয়েছে। এরমধ্যে দ্বিতীয় ডোজ টিকা এখন পর্যন্ত পেয়েছেন ৪৪ হাজার ৯৩৪ জন। সে হিসাব অনুযায়ী, এখনও দ্বিতীয় ডোজের টিকা পাননি ১৮ হাজার ৭৩০ জন।
তিনি আরও বলেন, এখন আমাদের কাছে কোনো টিকা নেই। টিকা আনার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, দ্রুতই টিকা চলে আসবে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার বলেন, টিকা আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে চীন থেকে টিকা আসা শুরু হয়েছে। এছাড়াও অন্যান্য দেশ থেকেও টিকা আমদানির চেষ্টা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে করোনার টিকার আওতায় আনা হবে।
Advertisement
জেলা প্রশাসক আরও বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে টিকার জন্য প্রতিনিয়ত যোগাযোগ করছি। তারা জানিয়েছেন, দ্রুতই দেয়া হবে করোনার টিকা। সে অনুযায়ী ফরিদপুর জেলায় অগ্রাধিকার ভিত্তিতে দ্বিতীয় ডোজের টিকা পাওয়া যাবে।
এ নিয়ে দুশ্চিন্তা না করার কথাও জানান তিনি।
এসএমএম/এমএস
Advertisement