আন্তর্জাতিক

কেবিনে বাদুড়, ছাড়ার আধাঘণ্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান

উড্ডয়নের পর কেবিনে বাদুড় দেখতে পেয়ে গন্তব্যে না গিয়ে ফের বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। বৃহস্পতিবার (২৭ মে) ভারতের দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

Advertisement

জানা যায়, স্থানীয় সময় রাত আড়াইটায় দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যুক্তরাষ্ট্রের নিউআর্কের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি। উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর ফ্লাইটের ভেতরে একটি বাদুড় দেখতে পান ক্রুরা। এরপর পাইলট বিমান ঘুরিয়ে ফের দিল্লিতে নামানোর সিদ্ধান্ত নেন। বিমানবন্দরে নামলে জানা যায়, ফ্লাইটের ভেতর ক্রুরা প্রথমে বাদুড়টিকে দেখতে পান।

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা জানান, জরুরি সঙ্কেত পেয়ে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে বেসে (দিল্লি) ফিরে আসে। এরপর সংশ্লিষ্ট কর্মীরা প্রাণীটিকে বাইরে বের করে আনেন।

সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মৃত অবস্থায় বাদুড়টিকে বিমানের বিজনেস ক্লাসে পাওয়া যায়। এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সেফটি ডিপার্টমেন্টকে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

এছাড়া, সংস্থাটির প্রকৌশল বিভাগকেও এ বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে তারা বলেছে, তৃতীয় কোনো মাধ্যমে বাদুড়টি বিমানের ভেতরে এসেছে। এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তার ভাষ্য, ‘হতে পারে খাদ্যবাহী গাড়ির মাধ্যমে প্রাণীটি এসেছে। কারণ ওই গাড়িগুলোর মাধ্যমেই সাধারণত ইঁদুর, বাদুড় ফ্লাইটে প্রবেশের সম্ভাবনা থাকে।’

শেষ পর্যন্ত ওই ফ্লাইটের যাত্রীদের এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে তুলে দেয়া হয়। যেটি স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে নিউআর্কে অবতরণ করে।

এসএস/এএসএম

Advertisement