করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০৯ জনে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হন ১১৬ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ১৬৯ জনে।
Advertisement
শনিবার (২৯ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯১২ নমুনা পরীক্ষায় ১১৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৯ ও উপজেলার ৪৭ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সাতজন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Advertisement
একই সময়ে শেভরন হাসপাতাল ল্যাবে একজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/জেএইচ/এএসএম